Home » ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরিক্ষা-২২ এর ফলাফল শতভাগ পাশ

ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরিক্ষা-২২ এর ফলাফল শতভাগ পাশ

কর্তৃক Md. Sohel Rana
1081 ভিউস

ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরিক্ষা-২২ এর ফলাফল শতভাগ পাশ, এসএসসি পরিক্ষার্থীর সংখ্যা ছিলো- ৪৫ জন, জিপিএ-৫ পেয়েছে ১১জন,

নিজস্ব প্রতিবেদকঃ ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরিক্ষা-২০২২ এর ফলাফল শতভাগ  পাশ অর্জন করেছে। ২০২২সালের এসএসসি পরিক্ষার্থীর সংখ্যা ছিলো- ৪৫ জন। যার মধ্যে ১১জন শিক্ষার্থী (এ প্লাস) অর্জন করতে সক্ষম হয়েছে।

সোমবার (২৮নভেম্বার-২২) সারা বাংলাদেশে এক যোগে প্রকাশিত হয়েছেে , এসএসসি পরিক্ষা-২০২২এর ফলাফল। তারিই ধারাবাহিকতায় মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজলপুরস্থ “ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়” ২০২২ সালের এসএসসি পরিক্ষার ফলাফল শতভাগ পাশ অর্জন করছে। ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা সালেহীন মেহেরপুর চিত্রকে জানান- আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরিক্ষায় শিক্ষার্থীদের শতভাগ পাশ অর্জন করতে শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকগণের অক্লান্ত পরিশ্রম ও আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মেলিত প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব হয়েছে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন