Home » বিজয় উল্লাস -রৌনকা আফরুজ সরকার

বিজয় উল্লাস -রৌনকা আফরুজ সরকার

কর্তৃক Md. Sohel Rana
590 ভিউস

“মেহেরপুর চিত্র”র বিজয় উল্লাসে সাহিত্য পাতা-

বিজয় উল্লাস
-রৌনকা আফরুজ সরকার, নরসিংদী।

আজ ১৬ ই ডিসেম্বর
বাংলার কানায় কানায় পৌঁছে গেছে বিজয়ের খবর।
ঘরে ঘরে আজ বিজয় উল্লাস
কারো কারো চোখে আজও ভাসে শতশত লাশ।

অনেক মায়ের সন্তান সেই যে মুক্তিযুদ্ধে গেলো
দিন যায়, মাস যায় আর ফিরে নাহি এলো।
বিজয় আনবে বলে আগামীর জন্য
বাংলার বীরেরা জীবন দিল দেশপ্রেমে হয়ে বন্য।

আজ বিজয় এলো, এলো বিজয় দিবস
বাঙালির হৃদয়ে এলো সুখের পরশ।
আনন্দ মিছিলে এসেছে সুখের জোয়ার
বাঙালির উন্নয়নেরও খুলে গেল দ্বার।

একটু সময় তোমারা দিও বিজয়ের আনন্দের ফাঁকে মুক্তিযুদ্ধে সন্তান হারানো সেই মাকে।
বিজয় ছিনিয়ে আনতে যার সন্তান নিখোঁজ
তোমরা তারও একটু নিও খোঁজ।

আনন্দেও প্রয়োজন বঙ্গবন্ধুর রাজনৈতিক ছন্দ
যা মেটাবে সমাজের সকল দ্বন্দ্ব।
বঙ্গবন্ধুর আদর্শ আজ আমাদের বিজয় শপথ
সেই আলোয় আলোকিত হবে উন্নয়নের পথ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে দিয়ে সাড়া
বাঙালি পেলো স্বাধীনতা,যে আনন্দে সবাই আত্মহারা।
বাঙালি যদি আর ক’টা দিন বঙ্গবন্ধুর পথে হাঁটে
অর্থনৈতিক বিজয় একদিন খেলবে বাংলার মাঠে।

কবিঃ রৌনকা আফরুজ সরকার, নরসিংদী।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন