Home » বাল্য বিাবাহ প্রতিরোধে মুজিবনগরে সিডিপি’র আলোচনা সভা অনুষ্ঠিত

বাল্য বিাবাহ প্রতিরোধে মুজিবনগরে সিডিপি’র আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক Md. Sohel Rana
361 ভিউস
  • বাল্য বিাবাহ প্রতিরোধে মুজিবনগরে সিডিপি’র আলোচনাসভা

মুজিবনগর প্রতিনিধিঃ
বাল্য বিাবাহ প্রতিরোধে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় সিডিপি’র আলোচনা সভা অনুষ্ঠিত। গুড নেইবারস বাংলাদেশ মেহেরপুর সিডিপি’র আয়োজনে

বৃহস্পতিবার  (১৫ডিসেম্বর-২০২২) বেলা ৩টার সময় মুজিবনগর উপজেলার বল্লভপুর সিডিপি‘র-গুডনেইবার্স অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় মেহেরপুর সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার বিভব দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিডিপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার এস.এম. রিফাত আল মাহমুদ, কো-অপারেটিভ অফিসার জয় চকৃবতী, এসএস মডেটার আয়েশা খাতুন, ইয়ূথ সদস্য তাজবিনা খাতুন প্রমুখ। আলোচনা সভায় ৬০জন মা ও শিশু এবং ৩০জন অন্যান্য অতিথিবর্গ অংশ নেয়। ওই প্রজেক্টে স্পন্সর শিশু ও মায়েরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন কবিতা খাতুন ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন