Home » বাংলাদেশ রাজধানী ঢাকাতে “মোমেনশাহী দর্পণ”এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

বাংলাদেশ রাজধানী ঢাকাতে “মোমেনশাহী দর্পণ”এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
617 ভিউস

স্টাফ রিপোর্টার; এম. সোহেল রানা:
বাংলাদেশ রাজধানী ঢাকার কাঁটাবন কবিতা ক্যাফেতে মোমেনশাহী দর্পণের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪অক্টোবর-২২) সন্ধ্যা সাড়ে ৭ঘটিকার সময় বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান শতরূপা মানবিক সংগঠনের আয়োজনে বাংলাদেশের বিখ্যাত কবিদের মিলন মেলা “কাঁটাবন কবিতা ক্যাফেতে” সৃজনশীল সাহিত্য বিকাশে… মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। সাহিত্য পত্রিকা মোমেনশাহী দর্পণের মোড়ক উন্মোচনে কবি হাসান মাহমুদের পরিচালনায় উপস্থিত ছিলেন- কবি মোঃ সোহাগ, কবি তাহেরা খাতুন, মানবিক মানুষ আবু সায়েম লিটন, কবি কোমল দাস, কবি আর মজিব, কবি দিপাশ আনোয়ার, কবি রুস্তুম আলী, কবি মুহাম্মদ আবু তাহের, সাংবাদিক আল ইমরান, কবি রুপালি আক্তার ডেইজি, কবি লিপি আক্তার, কবি রেশমা হোসাইন, আজিজুল হক, এ কে মিলন, মাহবুবুর রহমান প্রমুখ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন