Home » কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা ২০২২ ফিফা বিশ্বকাপ কাতারে শুভ উদ্বোধন

কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা ২০২২ ফিফা বিশ্বকাপ কাতারে শুভ উদ্বোধন

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
815 ভিউস

স্পোর্টস ডেস্কঃ ২০২২ ফিফা বিশ্বকাপ কাতারে শুভ উদ্বোধন হয়েছে।কোরআন তেলাওয়াতের মধ্যমে সূচনা হলো এবারের ফিফা বিশ্বকাপ-২২। কাতার কথা দিয়েছে যে ২০২২ ফিফা বিশ্বকাপ স্মরণীয় করে রাখবে। যার উদাহরণস্বরূপ আজ কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচে আল বাইত স্টেডিয়ামের প্রতিটি সিটে একটি করে গিফট ব্যাগ দেয়া হয়েছে। যেখানে অন্যান্য জিনিসের মধ্যে এক বোতল ওউড (আতর) রয়েছে। যা কাতারের ইতিহাসের কথা মনে করিয়ে দেবে পুরো বিশ্বকে। হ্যাটস অব কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

১ম ম্যাচ উদ্বোধনীর দিনে দুইটি দল খেলছে। কাতার বনাম ইকুয়েডর। বাংলাদেশ সময় রাত ১০টার সময় খেলা শুরু হয়েছে।

 

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন