Home » ফলাফল -আব্দুস সাত্তার শাহারী

ফলাফল -আব্দুস সাত্তার শাহারী

কর্তৃক Md. Sohel Rana
507 ভিউস
  • মেহেরপুর চিত্র‘র শুক্রবারের সাহিত্য পাতা-

ফলাফল-
-আব্দুস সাত্তার শাহারী, খুলনা।

চিনিলে শুধুই টাকা।
মুখে মুখে শুধু ভালবাসা কত,
ভিতরে বড়ই ফাঁকা।

-আমার হৃদয়ে তুমি করো বাস,
অতি কাছাকাছি থাকো বারমাস,
নয় বেশি করি মাখামাখি তবু
ভালবাসা আছে ঢের।
তোমার আমার ভালবাসাতে, নেইকো রকমফের।

অবশেষে দিলে ফল।
হৃদয় ভরা ভালবাসা পেয়ে
নয়নে আসিল জল।

কোন তালিকায় ছিলনাকো যারা,
মুছা তালিকায় উঠে আসে তারা,
মোর নামখানি চাপা পড়ে যায়
আমদানিদের তল।
তুমি মোর সব তুমি মোর প্রিয়
অবশেষে ফলাফল।

২৬ নভেম্বর ২০২২
কৃষ্ণনগর,খুলনা।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
1

রিলেটেড পোস্ট

মতামত দিন