Home » প্রেমের লাল গোলাপ -সিরাজুল ইসলাম মুন্টু

প্রেমের লাল গোলাপ -সিরাজুল ইসলাম মুন্টু

কর্তৃক Md. Sohel Rana
512 ভিউস
  • “মেহেরপুর চিত্র”র বিজয় উল্লাসে সাহিত্য পাতা-

প্রেমের লাল গোলাপ
-সিরাজুল ইসলাম মুন্টু, নওগাঁ।

স্বপ্নের নিটোল শরীর ছুঁতে গিয়ে
করেছি আমি প্রতিজ্ঞার মহাপাপ
গোলাপের কাঁটার আঘাতে
ক্ষত-বিক্ষত দেহ মন তবু ও আমি
চাই প্রেমের লাল গোলাপ।

মনের নদীতে আবেগের তরী
মনের সুখে ভাসাই আমি
প্রিয়সী অনিন্দিতার মনের ঘাটে
লাগবে আমার অনুরাগের নাও
দু’জনে ভেসে যাবো দূরে বহুদূরে।

অনিন্দিতার প্রেমের আবেশে
আমার মনে এলো বারমাসি ফাগুন
শিমুল পলাশ ফোটে আর ঝরে
হৃদয়ে নতুন করে রঙ লাগায়
বনের মাথায় ফোটা কৃষ্ণ চুড়া

আমার স্বপ্নের ওপারে অনিন্দিতা
প্রেমের ভরা নদী, দেহ মনে যেন তার
ভরা বসন্ত,মায়াবী কালো চোখে যেন
উছলে উঠে ভালোবাসার অমৃত সুধা, সেই
সুধাই মিটাতে পারে এই চাতক মনের তৃষ্ণা।

আমি আমার মনের ঘরে খিল দিতে পারি না
কেমন করে যেন অসময়ে চলে এলো ভালোবাসার

অনিন্দিতা যদিও তার সাথে, আমার প্রেম নেই,

তবু ও মনটা ব্যাকুল হয়ে আছে , তার কাছে থেকেই
এই মনটা নিতে চায় প্রেমের লাল গোলাপ।

লেখকঃ সিরাজুল ইসলাম মুন্টু, নওগাঁ। তাং ১০/১২/২০২২খ্রীঃ

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন