Home » প্রফেসর আব্দুল মান্নান সাবেক সংসদ সদস্য মেহেরপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রফেসর আব্দুল মান্নান সাবেক সংসদ সদস্য মেহেরপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
424 ভিউস

মেহেরপুর প্রতিবেদক
মেহেরপুরের প্রবীণ রাজনৈতিক নেতা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান দীর্ঘদিন থেকেই মেহেরপুরের মাটি ও মানুষের বড় আপনজন হিসেবে কাজ করেছেন তাঁর কাছে অনেক ক্ষেত্রেই দলের চেয়ে ব্যক্তিকে প্রাধান্য দিয়ে মানুষের মানবিকতা কে গুরুত্ব দিয়ে চলেছেন। রাজনীতির মাঠে বিচক্ষণতা তাঁকে অনেক আগেই নিয়ে গেছে এক উচ্চমাত্রায়, বিস্ময়ের কথা তবুও সত্য প্রফেসর আব্দুল মান্নান যার সাথেই একবেলা মিশেছেন তার নামটি সযত্নে মনে সংরক্ষণ রাখে ২/৪ বছর পর দেখা হলেও সেই ব্যক্তির নাম বলতে পারেন এটা তার গুণেরই অংশ। সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান ১৯৯১ ও ১৯৯৮ সালে মেহেরপুর ১ আসন আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি সংসদ সদস্য থাকাকালীন সংসদের স্থায়ী কমিটির সংস্কৃতি মন্ত্রণালয়ের চেয়ারম্যান ছিলেন সেই সময় সারা বাংলাদেশের সংস্কৃতির উন্নয়নে ব্যাপক কাজ করে গেছেন। মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর আব্দুল মান্নান মেহেরপুর জেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য হিসাবে দায়িত্বে রয়েছেন এই বিনয়ী মানুষটি নিজেকে সেই ভাবে প্রকাশ না করেই মেহেরপুরের দুস্থ নিজের দল ও অন্য দলের মানুষদের ঢাকার বিভিন্ন চিকিৎসা কেন্দ্রগুলোতে ছোটাছুটি হ্যালো ও অর্থ সহযোগিতা করে থাকেন এমন দৃষ্টান্ত রয়েছে অনেক। অন্যদিকে রাজনীতিতে যেমন তার পরিচিতি ব্যাপক রয়েছে স্থানীয় ও রাষ্ট্রীয়ভাবে তেমনি সে সংস্কৃতি ব্যক্তিত্ব অনেক আগে থেকেই তিনি চমৎকারভাবে সাহিত্যরসে ছড়িয়ে থাকেন তার রাজনৈতিক বক্তব্য গুলোতে। প্রফেসর আব্দুল মান্নান বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার প্যানেল এর সদস্য ছিলেন বলে জানা গেছে, এই প্রবীণ রাজনীতিবিদ আব্দুল মান্নানের বন্ধু মানুষ ছিলেন ভারতের সাবেক পরলোকগত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যার কাছে তিনি একাধিকবার বন্ধু ও দাদাভাই হিসাবে গেছেন যা অনেকেই জানেন। ৭৯ বছরের এই সভ্য জন রাজনীতিরবিদ বাংলাদেশের সংসদীয় আসনের মেহেরপুর ১ থেকে দলের মনোনয়ন পেলে দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে মেহেরপুর এক আলোচনা ও প্রশ্ন উত্তরে স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকদের জানান যতদিন জীবিত থাকবেন ততদিনে দলীয় মনোনয়ন চাইবেন।যাকে দল থেকে মনোনয়ন দেবেন তিনি তার হয়ে কাজ করবেন জানান সাংবাদিকদের।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন