Home » নেত্রকোনায় মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন

নেত্রকোনায় মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
618 ভিউস

স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনায় মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩শে অক্টোবর-২২) বিকাল ৪ ঘটিকার সময় নেত্রকোনা জেলার পূর্বধলায় সৃজনশীল সাহিত্য বিকাশে… মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কবি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূর্বধলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল আনোয়ারুল হক রতন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রতন বর্মন, আব্দুল মোমেন খান ও আবুল কাশেম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইলিয়াস হাসান সবুজ, পলক হালদার, বিপ্লব হোসেন, মোঃ শাখাওয়াত হোসেন, মোঃ শামীম হাওলাদার, আহসান উল্লাহ, হাবিবুল্লাহ বাহার প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ আনোয়ারুল হোসেন রতন বলেন-
সাহিত্য হলো একটা সৃষ্টি বা নির্মিতি। ভাষা হলো সাহিত্যের দেহ। ভাষার শক্তি, সৃজনশীলতা ও সৌন্দর্যের প্রকাশ ঘটে সাহিত্যে। সাহিত্যের কাজ সৌন্দর্য উৎপাদন করা, বিস্ময় তৈরি করা; যা সৃষ্টির সাথে সম্পর্কিত। সৃজনশীল সাহিত্য বিকাশে মোমেনশাহী দর্পণ সে কাজটিই করে যাচ্ছে। মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের কবি সাহিত্যিকগণ তাদের হৃদয়ের লালিত স্বপ্নকে কাগজের পাতায় তুলে ধরতে পারছে। এটিই মোমেনশাহী দর্পণের সফলতা। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সৃজনশীল সাহিত্য বিকাশে মোমেনশাহী দর্পণ আলো ছড়িয়ে যাক দেশের আনাচে কানাচে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন