নিজস্ব প্রতিনিধি
১৬/০১/২৪
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ইউনুস আলী । গতকাল রবিবার পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন রায়হান রতনের স্বাক্ষরিত নিয়োগপত্র তিনি হাতে পেয়েছেন। দেশের শীর্ষ স্থানীয় পত্রিকাটি ১৪ বছর পারকরে গত ১ জানুয়ারিতে বাজারে আসতে শুরু করেছে ৷ মুক্তিযুদ্ধের চেতনায় এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে মূল ধারার সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে প্রকাশিতব্য এ পত্রিকায় এক ঝাঁক তরুণ সংবাদকর্মী ইতোমধ্যে যোগ দিয়েছেন।
সাংবাদিক ইউনুস দৈনিক দেশসেবা পত্রিকায় মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে,এবং মেহেরপুর চিত্র অনলাইন পোর্টাল বারাদি প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন ইতোমধ্যে তিনি দেশসেবা , এবং মেহেরপুর চিত্র অনলাইন পোর্টাল সাংবাদিকতায় সুনাম কুঁড়িয়েছেন। জানতে চাইলে ইউনুস আলী বলেন, নতুন করে চ্যালেঞ্জ নিতে আমি পছন্দ করি। দায়িত্বশীল ভ্রসাংবাদিকতার প্রতি আমি বদ্ধপরিকর । এজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাচ্ছি ।
মেহেরপুর চিত্র পরিবারের পক্ষ থেকে সাংবাদিক ইউনুস আলী কে প্রাণঢালা শুভেচ্ছা।