Home » দারুন ইসলাম সালাফী একাডেমীর উদ্যোগে ইসলামী জালসা অনুষ্ঠিত

দারুন ইসলাম সালাফী একাডেমীর উদ্যোগে ইসলামী জালসা অনুষ্ঠিত

কর্তৃক Md. Sohel Rana
463 ভিউস
  • মেহেরপুরে দারুন ইসলাম সালাফী একাডেমীর উদ্যোগে ২য় বার্ষিক ইসলামী জালসা 

মেহেরপুর প্রতিনিধিঃ
দারুন ইসলাম সালাফী একাডেমী এর উদ্যোগে মেহেরপুরে দ্বিতীয় বার্ষিক ইসলামী জালসা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর-২২) বাদ মাগরিব মেহেরপুর সদর উপজেলা কুলবাড়িয়া বাজার প্রাঙ্গণে এ দ্বিতীয় বার্ষিক ইসলামিক জালসা অনুষ্ঠিত হয়।

দারুল ইসলাম সালাফি একাডেমীর প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ তারিকুজ্জামানের সভাপতিত্বে ইসলামী জালসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম।

দারুল ইসলাম সালাফী একাডেমী ও কুলবাড়িয়া এলাকাবাসী আয়োজিত ইসলামিক জালসায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শায়েখ মোহাঃ সাহিনুর রহমান।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা মিজানুর রহমান, মাহফুজুর রহমান সোহেল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ রাজন আলী মালিথা, কুলবাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, কুলবাড়িয়া আহলেহাদীছ জামে মসজিদের সভাপতি মোঃ ছাদের আলী, চাঁদপুর আহলেহাদীছ জামে মসজিদের সভাপতি মোঃ ইউসুফ আলী।

এ ছাড়াও দারুল ইসলাম সালাফি একাডেমীর পরিচালক রাজিব উল হাসান (রনি), সহ পরিচালক মোঃ রাফিজুল ইসলাম, সভাপতি মোঃ ইছাহাক আলী, সহ-সভাপতি আব্দুল জব্বার, জলসা বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ সাহিদুর রহমান (ফ্রেড), যুগ্ম আহবায়ক মোঃ কাওছার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উক্ত ইসলামী জালসায় এলাকাবাসী দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ নেকি হাসিল করে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন