Home » দামুড়হুদা শাহ অজুদ ডিগ্রী কলেজের প্রভাষক,মেহেদী রেজা দাফন সম্পন্ন ।

দামুড়হুদা শাহ অজুদ ডিগ্রী কলেজের প্রভাষক,মেহেদী রেজা দাফন সম্পন্ন ।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
522 ভিউস

মেহেরপুর চিত্র
১১/০৬/২৩
দামুড়হুদা শাহ অজুদ ডিগ্রী কলেজের প্রভাষক, মেহেদী রেজা দাফন সম্পন্ন হয়। আজ বেলা ২টার সময় আমঝুপি আলিম মাদ্রাসায় জানাজার নামাজের শেষ আমঝুপি কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে ।জানাযার নামাজের অংশগ্রহণ ও বক্তব্য রাখেন দামুড়হুদা শাহ অজুদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, গাংনীর সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট শফিউদ্দিন, মরহুম মেহেদী রেজার বন্ধু জেলা ড্রাইরাজজ রবিউল ইসলাম,আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহানউদ্দিন আহমেদ , সহ মেহেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারীগণ, আত্মীয, বন্ধু,শুভাকাঙ্ক্ষী,
বিভিন্ন পেশার মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মরহুম কুবাদ মিয়ার বড় ছেলে মেহেদি রেজা, গত শুক্রবার দুপুরের দিকে ভারতের ভেলোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। পারিবারিক সূত্রে জানা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হলে গত ২৩ মে ভারতে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মেহেদী রেজার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন । এই মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন