Home » “দাওয়াত” – কবি মোঃ নজরুল ইসলাম

“দাওয়াত” – কবি মোঃ নজরুল ইসলাম

কর্তৃক Md. Sohel Rana
785 ভিউস

দাওয়াত
-কবি, মোঃ নজরুল ইসলাম, যশোর।

শীতের এই সিজনে
আসিও প্রিয় আমাদের যশোরে
ভোলাব তোমায়
খেঁজুর রস গুড়ে

আছে ফুল-ফল চারারও বাগান
নদীতে মাছ জমিতে তরিতরকারি
করি তুলা ধান পাট চাষ
আছে আইটি ও গার্মেন্টস ফ্যাক্টরি

আমাদের মন
অতিথি পরায়ন
ইংরেজ জনগন
এখনও করে আলাপন

সাথে প্রেম সোহাগ দিব
করে নিব আপন
চলে আসো প্রিয়
এখন শীতের সিজন

-যশোর।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন