Home » তোমার বদনে আমি -মোঃ শহিদুল্লাহ মিয়া

তোমার বদনে আমি -মোঃ শহিদুল্লাহ মিয়া

কর্তৃক Md. Sohel Rana
610 ভিউস
  • মেহেরপুর চিত্র‘র শুক্রবারের সাহিত্য পাতা-

তোমার বদনে আমি
-মোঃ শহিদুল্লাহ মিয়া, ময়মনসিংহ।

আজ ভোর বেলা হাটতে গিয়ে দেখা পাই
শিশির ভেজা দূর্বা ঘাস স্নানের মাখাই,
আমি মুগ্ধ হলাম তার ছুঁয়ার মাঝে
কেমন যেন আমার হৃদয় টানে?
শীতের আবাস দেখা দিবে সামনে
তোমার বদন খানি কসকসে স্কিন
মরা পাতার মতো ধূসর রং বদলে যাবে
শুষ্কতা নিয়ে যায় হিমেল হাওয়া মনে।
আমি এসে তোমার পাশে বসবো কিছুক্ষণ
তখন দেখবে পশ্চিম বাতাস ঠান্ডা জলে
ধরবে আমায় দু হাত দিয়ে জড়িয়ে বুকে
তখন আমি তোমার বদন খানি অনুভব করবো।
তোমার বদনে দুটি আঁখি মোর টানা
যেন আমার হৃদয় কে কাছে পেতে চাই,
কি অপূর্ব দৃশ্য চোখ মেলে থাকায়?
তোমার অঙ্গ ভঙ্গি চোখের ছাউনি।
আমি সব সময় প্রেমে পরা একটা কাজ করে
কি যে আছে তোমার বদনে তা কি আমি জানি?
কত দূর পথ খোঁজে পাই তোমার দেখা
মনে হয় সাত সমুদ্র তীর নদীর পাড়ে।
বসে আছো কার অপেক্ষা বউ সেজে
তোমাকে নিয়ে যাবে হাত ধরে আপন করে,

-মোঃ শহিদুল্লাহ মিয়া, ভালুকা, ময়মনসিংহ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন