Home » তোমাকে নিয়ে গর্বিত ছোট ভাই : মুশফিক

তোমাকে নিয়ে গর্বিত ছোট ভাই : মুশফিক

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
616 ভিউস

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের ১৫৩ হাফেজের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম। সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’ শেষে গতকাল বৃহস্পতিবার রাতে সে দেশে ফিরেছে।

আহমদ তাকরীমকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন নানা পেশাজীবী মানুষ। সোশ্যাল সাইটে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।

তিনি আহমদ তাকরীমের একটা ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘মাশাআল্লাহ্, আলহামদুলিল্লাহ। তোমাকে নিয়ে গর্বিত ছোট ভাই। দয়া করে আমাদের জন্য দোয়া করবেন। ’

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন