Home » তাহিরপুর সীমান্তে মাদকসহ,আটক ৪ মাদক ব্যবসায়ী। শফিকুল

তাহিরপুর সীমান্তে মাদকসহ,আটক ৪ মাদক ব্যবসায়ী। শফিকুল

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
848 ভিউস

শফিকুল ইসলাম স্বাধীন

সুনামগঞ্জ প্রতিনিধি

তাহিরপুর সীমান্তে মাদকসহ,আটক ৪ মাদক ব্যবসায়ী।

সুনামগঞ্জে জেলার তাহিরপুর সীমান্তে (ব্যাটালিয়ন ২৮ বিজিবি”র) অভিযানে ভারতীয় মদ ও গাঁজাসহ চার জন মাদক ব্যবসায়ী কে আটক করে,সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি`র অধীনস্থ বিরেন্দ্রনগর বিওপির টহল দল। বিজিবি দেওয়া তথ্যসুত্রে জানাযায় ১৫ই জানুয়ারি রবিবার আনুমানিক সকাল ৮ ঘটিকায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবির অধীনস্থ বিরেন্দ্রনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার বোরহান উদ্দিন এর নেতৃত্বে সকালে মাদক বিরোধী অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১১৯৩/৫-এন হতে আনুমানিক ৪০০গজ বাংলাদেশ অভ্যন্তরে বিরেন্দ্রনগর রংগারছড়া নামক স্থান হতে ১২বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি জোয়ানরা। আটককৃত মাদক ব্যবসায়ী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ এলাকার গিরিধরপুর গ্রামের মৃত নুরুল ইসলাম ছেলে নোমান আহম্মেদ (১৮)।একই দিনে অন্য বিরেন্দ্রনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মেডিকেল সহকারি শ্রী জোতিন্দ্র সিং এর নেতৃত্বে অন্য একটি মাদকবিরোধী অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১১৯৩/৮-এস হতে আনুমানিক ৪০০গজ বাংলাদেশ অভ্যন্তরে সুন্দরবন নামক স্থান হতে ২০কেজি ভারতীয় গাঁজা ও বিভিন্ন উপকরণসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি। আটককৃত মাদক ব্যবসায়ীরা হবিগঞ্জ জেলার চুনারঘাট থানার গাজীপুর এলাকার ইগরতলী গ্রামের মৃত আব্দুল মনার ছেলে আনোয়ার আলী (৩০),একই গ্রামের খোরশেদ আলীর ছেলে নয়ন মিয়া (১৮),আব্দুল হাসেম এর ছেলে সাকিব (২২)। এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি অধিনায়ক মো: মাহবুবুর রহমান

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন