Home » তাহিরপুর বড়দল দক্ষিণ ইউনিয়নে বিট পুলিশিং-এর র‌্যালি ও আলোচনা সভা

তাহিরপুর বড়দল দক্ষিণ ইউনিয়নে বিট পুলিশিং-এর র‌্যালি ও আলোচনা সভা

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
567 ভিউস

শফিকুল ইসলাম স্বাধীন;
সুনামগঞ্জ প্রতিনিধি
৩০/১০/২২
সুনামগঞ্জঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুর বড়দল দক্ষিণ ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (৩০সে অক্টোবর-২২) বেলা ২টার সময় সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ৫নং ওয়ার্ড কাউকান্দি ইউনিয়ন পরিষদে বিট কর্মকর্তা এস আই হেলালউদ্দীনের পরিচালনায় সম্প্রসারিত
বিট পুলিশিং কার্যক্রমে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সম্প্রসারিত
বিট পুলিশিং কার্যক্রমে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য, ইয়াকুব হোসেন, জুয়েল আহাম্মদ, সামায়ুন কবির, জহুর আলম, মাহাবুব আলম, সামছুল আলম, মোছাঃ রওশনারা জমির উদ্দিন প্রমুখ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন