Home » তাহিরপুর বিজিবি’র অভিযানে একটি বাংলাদেশী তক্ষক আটক

তাহিরপুর বিজিবি’র অভিযানে একটি বাংলাদেশী তক্ষক আটক

কর্তৃক Md. Sohel Rana
362 ভিউস

তাহিরপুর বিজিবি’র অভিযানে একটি বাংলাদেশী তক্ষক আটক

-শফিকুল ইসলাম স্বাধীন; সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুরে আনুমানিক দেড় কোটি টাকা মূল্যের একটি তক্ষক আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি)।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) সূত্রে জানাযায়, বুধবার (৩০ নভেম্বর-২২) সকাল ৭টার দিকে উপজেলার লাউরগড় বিওপির সুবেদার সিগ: মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় থেকে (১টি) বাংলাদেশী তক্ষক আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য দেড় কোটি টাকা।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো. মাহবুবুর রহমান ঘটনার সুনিশ্চিত করে বলেন, আটককৃত তক্ষকটি তাহিরপুর বনবিট কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন