Home » ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন দ্রুত বাস্তবায়ন দাবিতে আলোচনা সভা।

ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন দ্রুত বাস্তবায়ন দাবিতে আলোচনা সভা।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
661 ভিউস

সিলেট (সুনামগঞ্জ) প্রতিনিধি

সিলেট বন্দরবাজার ওরিয়েন্টাল মার্কেটে আয়োজিত এই সাভা হয়।

ঢাকা সিলেট রেললাইন সম্প্রসারণ ও আধুনিকায়ন সহ পাসপোর্ট ও এনআইডি সংক্রান্ত হয়রানি বন্ধ সহ বিভিন্ন দাবিতে সভা করেছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ।

নগরীর বন্দরবাজারস্থ ওরিয়েন্টাল মার্কেটে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আবদুল মালিক।

সভায় উপস্থিত ছিলেন
প্রিন্স বাহার আহমদ চৌধুরী, মোঃ আব্দুল লতিফ সরকার, সরোজ ভট্টাচার্য, রাজু আহমদ, মোহাম্মদ মাসুদ কাজী, মোঃ আলাউদ্দিন, মো. লায়েক মিয়া, মোহাম্মদ রমিজ উদ্দিন, শাহ মোহাম্মদ সজীব আলী, সাদিকুর রহমান সাকী,
সুবর্ণা হামিদ ও মো. আব্দুল মোতালিব সহ অন্যান্যরা।

সভায় পরিষদের সাধারণ সম্পাদকের মৃত্যুতে শূণ্য হওয়া পদে দায়িত্ব পালন সহ পরিষদের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন