Home » জীবনটা টেনশন -নওশাদ আলম

জীবনটা টেনশন -নওশাদ আলম

কর্তৃক Md. Sohel Rana
505 ভিউস
  • মেহেরপুর চিত্র‘র শুক্রবারের সাহিত্য পাতা-

জীবনটা টেনশন
-নওশাদ আলম, গাংনী, মেহেরপুর।

জীবনের প্রতি কোষে টেনশন বিস্তার,
টেনশন থেকে কেউ পায় না নিস্তার।
ছোট বড় কতরূপে বসে আছে অন্তেঃ,
সব জ্বালা এক সাথে পারেনা মানতে।

তীরহারা ঢেউ হয়ে কেউ পড়ে আঁচড়ে,
বুঝ এলে মন কোনে উঠে ফের মুঁচড়ে।
ভাঙা নিকেতন ফের দাঁড় করে কষ্টে,
তবু যেন তার পিছু ছুটে আসে অস্তে।

টেনশন ছাড়া কেউ নেই আর ভবে,
সব যে খোদার দান মানতে তো হবে।
সবার মাঝেই আছে এ সকল রোগ,
নুঁয়ে পড়ে লাভ নেই কর তাকে ভোগ।

জীবনটা উপভোগ করো তারে ছাড়া,
দেখবে সেথায় আছে প্রশান্তির ধারা।
তরতাজা রবে ঠিক তোমার সে হাসি,
নিজের নয়নে তুমি হবে যে বিশ্বাসী।

অক্ষরবৃত্তঃ ৮+৬ , (২৪/১১/২০০২২ কোলকাতা থেকে)

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন