Home » “ছহিউদ্দীন এর সাফল্যে আলোকিত মেহেরপুর” বইয়ের মোড়ক উম্মোচন

“ছহিউদ্দীন এর সাফল্যে আলোকিত মেহেরপুর” বইয়ের মোড়ক উম্মোচন

কর্তৃক Md. Sohel Rana
638 ভিউস

“ছহিউদ্দীন এর সাফল্যে আলোকিত মেহেরপুর” বইয়ের মোড়ক উম্মোচন

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে ছহিউদ্দীন ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ মহসিন আলী রচিত “ছহিউদ্দীন এর সাফল্যে আলোকিত মেহেরপুর” বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে।

ছহিউদ্দীন ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল এবং মুজিবনগর খবর ডটকম এর প্রকাশক ও সম্পাদক মোহাঃ মহসিন আলী আঙ্গুর রচিত “ছহিউদ্দীন এর সাফল্যে আলোকিত মেহেরপুর” প্রকাশিত বইটির মোড়ক উম্মোচন করেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

বুধবার (১৬নভেম্বর-২২) দুপুরে মাননীয় প্রতিমন্ত্রীর নিজ বাস ভবনে বইটির মোড়ক উম্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন- ছহিউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আজিমসহ প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ।

মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বইটির লেখক মহসিন আলী কে আরোও বেশী তথ্য-উপাত্ত দিয়ে মেহেরপুরের ইতিহাস, ঐতিহ্য নিয়ে বই লেখার কথা জানান।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন