Home » গাংনীতে সাজাপ্রাপ্ত আসামীসহ দু’জন গ্রেফতার

গাংনীতে সাজাপ্রাপ্ত আসামীসহ দু’জন গ্রেফতার

কর্তৃক Md. Sohel Rana
412 ভিউস

গাংনীতে সাজাপ্রাপ্ত আসামীসহ দু’জন গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ দু’জন গ্রেফতার। বুধবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা- গাংনীর বালিয়াঘাট গ্রামের রেজাউল হকের ছেলে রাসেল (৩২) ও সহড়াবাড়িয়া গ্রামের ছেরআলীর ছেলে হুমায়ন কবীর(৩৩)।

বৃহস্পতিবার (২২ডিসেম্বর-২২) সকালে দু’জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ধৃত রাসেল ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। জামিনে এসে রাসেল পলাতক ছিল। ওই মামলায় বিজ্ঞ আদালত ছয় মাসের কারাদন্ড প্রদান করেন। অপর দিকে হুমায়ূন কবীরের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরওয়ানা জারী করায় তাকে গ্রেপ্তার করা হয়।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন