Home » খুলনা সাহিত্য একাডেমির বহুমাত্রিক সাপ্তাহিক সাহিত্য আসর ও আলোচনা সভা

খুলনা সাহিত্য একাডেমির বহুমাত্রিক সাপ্তাহিক সাহিত্য আসর ও আলোচনা সভা

কর্তৃক Md. Sohel Rana
82 ভিউস

খুলনা সাহিত্য একাডেমির বহুমাত্রিক সাপ্তাহিক সাহিত্য আসর ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক; এম. সোহেল রানা:
খুলনা সাহিত্য একাডেমির বহুমাত্রিক সাপ্তাহিক সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১নভেম্বর-২৪) সন্ধ্যায় মোংলা বন্দর আবাসিক এলাকা, কাস্টম মোড়, খালিশপুরস্থ খুলনা সাহিত্য একাডেমির বহুমাত্রিক সাপ্তাহিক সাহিত্য আসর ও আলোচনা সভা সংগঠনের সভাপতি অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনা করছেন গাঙচিল প্রতিষ্ঠাতা খান আকতার হোসেন

সংগঠনের সাধারণ সম্পাদক আবৃত্তিকার মল্লিক জাহিদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গাঙচিল প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও সংগঠক জুবায়েদ হোসেন, আবৃত্তিকার স্মৃতিরেখা বিশ্বাস, আধুনিক কবি কে, এম সেলিম , নাগরিক নেতা ডাঃ মোসাদ্দেক হোসেন বাবলু, কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, কবি হারুন অর রশীদ, ১৫নং ওয়ার্ড বিএনপির নির্বাচিত সভাপতি কাজী ইকরাম মিন্টু, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ১৫নং ওয়ার্ডের নির্বাচিত সাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দিন,

আলোচনা করছেন কবি ও সংগঠক মো: জুবায়েদ হোসেন

উপস্থাপক শেখ আছাদুজ্জামান মিথুন, কবি আজাদুল হক, শিশু সাহিত্যিক তারিকুল ইসলাম সুমন, কবি ও সাংবাদিক এজি রানা, প্রভাষক রাজিয়া সুলতানা, কবি ও সাংবাদিক সাইফুল্লাহ বাবু, কবি কাওসারী জাহান মঞ্জু, রুহুল আমিন, সাংস্কৃতিক কর্মী শামীম, আরমান অপু, আব্দুল আলিম, রফিকুল হাসান মুন্না, মোঃ জামাল হোসেন, আরিফ, রবি, মুকুল, শিমুল, আব্দুল মান্নান, মিশকাত প্রমুখ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন