Home » কেন্দ্র ঘোষিত বিএনপি’র সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল – পুলিশ সতর্ক অবস্থায়।

কেন্দ্র ঘোষিত বিএনপি’র সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল – পুলিশ সতর্ক অবস্থায়।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
352 ভিউস

মেহেরপুর:চিত্র
২৯/১০/২৩
কেন্দ্র ঘোষিত বিএনপির হরতালের সমর্থনে মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি। আজ রবিবার বেলা সাড়ে বারোটার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাবেক মেয়র মুতাসিম বিল্লাহ মুতুর বাড়ির গলিতে গিয়ে শেষ হয়। শান্তিপূর্ণ হরতাল সমর্থনে মিছিলটি নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল যুবদল ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নসিমন, করিমন, আলগা মন,চলেছে । তবে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন পরিবহন ছেড়ে যায়নি। মেহেরপুর সদর থানার পুলিশ কর্মকর্তা জানান মেহেরপুর পৌরসভা সহ জেলায় বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যেন কোন রকম নাশকতা না করতে পারে এ ব্যাপারে সতর্ক রয়েছে মেহেরপুর জেলা পুলিশ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন