Home » ‘কারাগার পার্ট টু’র মুক্তির তারিখ চূড়ান্ত

‘কারাগার পার্ট টু’র মুক্তির তারিখ চূড়ান্ত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
611 ভিউস

সৈয়দ আহমেদ শাওকীর ওয়েবসিরিজ ‘কারাগার’ নিয়ে জানতে বোধহয় আর কারো বাকি নেই। ১৯ আগস্ট সিরিজটির প্রথম অংশ মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে আগ্রহ ছিল কবে আসবে পার্ট টু। অবশেষে অপেক্ষার প্রহর ঘুচতে চলেছে।

মূলত রহস্যে মোড়া গল্পে নির্মিত সিরিজটির শেষাংশে বিশাল এক চমক রেখে দিয়েছেন নির্মাতা। নতুন রূপে চঞ্চল চৌধুরীকে দেখতে উদগ্রীব হয়ে আছেন দর্শক। এবারে দর্শকের কৌতূহল মেটাতে আসছে ‘কারাগার পার্ট টু’।

মঙ্গলবার (২০) সেপ্টেম্বর রাতে ঘোষণা আসে ডিসেম্বরেই দেখা যাবে ‘কারাগার’র দ্বিতীয় পর্ব। তবে তারিখ এখনো নির্দিষ্ট করে জানায়নি হইচই।

সিরিজে প্রধান চরিত্রে চঞ্চল চৌধুরীর পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ আরও অনেকে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন