Home » আমি অসুস্থ স্বাধীনতা বলছি! -কবি মোঃ নজরুল ইসলাম, যশোর।

আমি অসুস্থ স্বাধীনতা বলছি! -কবি মোঃ নজরুল ইসলাম, যশোর।

কর্তৃক Md. Sohel Rana
648 ভিউস

আমি অসুস্থ স্বাধীনতা বলছি!
-কবি মোঃ নজরুল ইসলাম, যশোর।

আমার পুরো অঙ্গে এখনো
রক্তের ছোপ লেগে আছে,
কাঁটা ক্ষতগুলো এখনো সেরে ওঠেনি।
উপড়ে ফেলা নখগুলো এখনো গজায়নি
শরীরটা ব্যথায় পাঁকা ফোঁড়ার মতন টনটন করছে।
গালের যে দাঁতগুলো নড়বড়ে হয়ে গিয়েছিল
সেখানে পঁচন ধরতেছে,
ভাঙা পা নিয়ে লাঠি ভর দিয়ে
কোন মতে দাঁড়ানোর অপচেষ্টা করছি।
বুড়ো হাঁড় সহজে কি জোঁড় নেই?

আমি চিকিৎসার অভাবে আর কত দিন ধুঁকব?
আমার অঙ্গে পোঁকা হবে পঁচে দূর্গন্ধ ছড়াবে
তারপরে তোরা নড়বি?

তাং১৮/১১/২২ইং

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন