Home » আমদহ ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী সোনাবানুর গণসংযোগ

আমদহ ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী সোনাবানুর গণসংযোগ

কর্তৃক Md. Sohel Rana
637 ভিউস

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী সোনা বানুর গণসংযোগ

মেহেরপুর প্রতিনিধি:
আসন্ন মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদপ্রার্থী মোছাঃ সোনাবানু গণসংযোগ করেন।

সোমবার (২০ফেব্রুয়ারি-২৩) সারাদিন আমদহ ইউনিয়নে তার নিজ নির্বাচনী এলাকা ৭,৮ এবং ৯ নং ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি‌।

এ সময় তিনি বলেন, আমার ওয়ার্ডে যথেষ্ট উন্নতি আমি করেছি। এলাকার রাস্তা ঘাট থেকে শুরু করে যে যেমন সাহায্য চেয়েছে তাকেই আমি সাহায্য করেছি। তাই আমি চাই আমাকে আবার নির্বাচিত করে বাকি কাজগুলো করার সুযোগ করে দেন।
এসময় তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ও হাটবাজারের লোকজনের সাথে কুশল বিনিময় করেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন