Home » আব্দুল্লাহ আল ফাহাদ নামের ছেলেটি নিখোঁজ হয়েছে – থানায় সাধারণ ডায়েরি।

আব্দুল্লাহ আল ফাহাদ নামের ছেলেটি নিখোঁজ হয়েছে – থানায় সাধারণ ডায়েরি।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
664 ভিউস

ভ্রাম্যমাণ প্রতিনিধ

আব্দুল্লাহ আল ফাহাদ নামের ছেলেটি নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার।
গত রবিবার ২১ এপ্রিল( ২০২৪ খ্রিঃ) সন্ধ্যা ৬: টার সময় মধ্যে মিরপুর থানাধীন ওয়ার্ড নং-৩৯ ইউনিয়ন/ওয়ার্ড এর খন্দকবাড়ীয়া এলাকা থেকে আব্দুল্লাহ আল ফাহাদ নামের ছেলেটি নিখোঁজ হয়েছে। এই বিষয়ে কুষ্টিয়া মিরপুর থানায় একটি সাধারণ জিডি করা হয়েছে যার জিডি নম্বর ৭৯৭ ।
ছেলেটির বিবরণ:
নাম মোঃ আব্দুল্লাহ আল ফাহাদ হারিয়ে যাওয়া সময় তার পরনে ছিল খয়রি রঙের জুব্বা মাথাই ছিল সাদা রঙের টুপি। ছেলেটির বয়স ১১বছর ,,
যদি কোন ব্যক্তি ছেলেটাকে দেখেন যোগাযোগের ঠিকানা:
অভিভাবক এর নাম্বার :01970656353
শিক্ষক এর নাম্বার :01765316294

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন