Home » আজকে ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে আমঝুপি পেশাজীবী সংগঠনের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন হতে যাচ্ছে।

আজকে ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে আমঝুপি পেশাজীবী সংগঠনের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন হতে যাচ্ছে।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
840 ভিউস

মেহেরপুর চিত্র :
১২/০৪/২৪
আমঝুপি পাবলিক ক্লাব এন্ড লাইব্রেরির উদ্যোগে আমঝুপি পেশাজীবী সংগঠনের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে সকাল ৮ টার সময় সরকারি বালক প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন করবেন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পপতি জিয়াউর রহমান খান ( মুকুল ) অতিথি হিসাবে থাকবেন ক্রীড়াবিদ মাসুদুর রহমান, সমাজসেবক সেলিম রেজা, সাংবাদিকগণ অন্যান্য অতিথি বৃন্দ। এ সময় ৪ টি দল অংশগ্রহণ করবেন তারা হলেন ১।চাকরিজীবী ২।ব্যবসায়িক ৩। রংমিস্ত্রি এন্ড কৃষক, ৪।ইলেকট্রিক এন্ড ইমারত মিস্ত্রিগণ। একটু হলেও আনন্দঘন অনুষ্ঠানটি হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ক্রিকেট আয়োজনকারীরা ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন