- সুইডেনে পবিত্র আল-কোরআন পড়ানোর প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন
- মেহেরপুর সদর কালাচাঁদপুরে মানববন্ধন
- গাংনী উপজেলায় মানববন্ধন
নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুর সদর উপজেলা ও গাংনী উপজেলায় সুইডেনে পবিত্র আল-কোরআন পড়ানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার(২৭জানুয়ারি-২৩) বাদ জুম্মা মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সামনে ইউরোপের দেশ সুইডেনের এক প্রতিবাদ সমাবেশ থেকে মুসলমানদের স্পন্দন পবিত্র আল-কোরআন শরিফ প্রকাশ্যে পড়ানো হয়। এর প্রতিবাদে সারা বাংলাদেশের ন্যায় মেহেরপুর জেলাতেও মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে, মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কালাচাঁদপুর জামে মসজিদের সামনে অত্র এলাকার সকল স্তরের লোক জনের সমন্বয়ে বাদ জুম্মা সুইডেনে পবিত্র আল-কোরআন শরিফ পড়ানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এই সমাবেশ থেকে মেহেরপুর আলেমগণ বক্তব্যই বলেন- যে ব্যক্তি কোরআন শরীফ পুড়িয়েছে সেই ব্যক্তিকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যথায় এই কঠোর বার্তা দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশ শেষ দেশের এবং জাতির জন্য দোয়া করা হয়।