Home » মেহেরপুরের কৃতি সন্তান জেলা আওয়ামী লীগের সভাপতি সরকারের তৃতীয় মেয়াদের জনপ্রশাসন মন্ত্ররালয়ের পূর্ণ মন্ত্রীর ডাক পেয়েছেন অধ্যাপক ফরাদ হোসেন(এমপি )

মেহেরপুরের কৃতি সন্তান জেলা আওয়ামী লীগের সভাপতি সরকারের তৃতীয় মেয়াদের জনপ্রশাসন মন্ত্ররালয়ের পূর্ণ মন্ত্রীর ডাক পেয়েছেন অধ্যাপক ফরাদ হোসেন(এমপি )

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
1010 ভিউস

মেহেরপুর চিত্র

মেহেরপুরের কৃতি সন্তান জেলা আওয়ামী লীগের সভাপতি সরকারের তৃতীয় মেয়াদের জনপ্রশাসন মন্ত্ররালয়ের পূর্ণ মন্ত্রীর ডাক পেয়েছেন অধ্যাপক ফরাদ হোসেন(এমপি ) আগামী দ্বাদশ জাতীয় সংসদ ৭ জানুয়ারি নির্বাচনে নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ১১জন প্রতিমন্ত্রী থাকছেন মন্ত্রিসভায়। সচিবালয়ে প্রেস ব্রিফিং এ মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন গণমাধ্যম কর্মীদের জানান।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন