Home » মেহেরপুরের মুজিবনগরে নির্বাচন পরবর্ত আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ১৮ আটক ৩

মেহেরপুরের মুজিবনগরে নির্বাচন পরবর্ত আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ১৮ আটক ৩

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
605 ভিউস

মেহেরপুর(মুজিবনগর) প্রতিনিধি:
০৯/০১/২৪

মেহেরপুরের মুজিবনগরে নির্বাচন পরবর্তী আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে ৩০ আহত হয়েছে । এ ব্যাপারে মুজিবনগর থানা পুলিশ জানান এই সংঘর্ষে ৩ জনকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। মঙ্গলবার সকালের দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জয়পুর গ্রামের বর্তমান মেম্বার সাকার উদ্দিনের ছেলে রমজান আলী(৫৫), আনন্দবাস গ্রামের শহীদ বিশ্বাসের ছেলে রানা বিশ্বাস(৪০) ও রুহুল আমিনের ছেলে মামুন(৪০)। এদিকে আটকের পর মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন,নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় মামলার ভিত্তিতে আমরা এ পর্যন্ত তিনজনকে আটক করেছি, বাকিদেরও আটকের চেষ্টা চলছে।এছাড়া আর যেন কোন সহিংসতা না ঘটে সেই লক্ষ্যে ওই এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, নির্বাচন পরবর্তী সহিংসতায় দুপক্ষের অন্তত্য ১৮ জন আহত হয়েছে। নৌকার সমর্থকদের আনন্দ মিছিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সাথে এ সংঘর্ষ ঘটে। গত সোমবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউদ্দিন বিস্বাসের আনন্দবাস গ্রামের বাড়ির সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে মুজিবনগর থানা পুলিশ গিয়ে ফাকা ৮ রাউন্ড গুলি ছুড়ে দু-পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ ও বাকি ৮ জনের অবস্থা গুরুত্বর হওয়ায় মেহেরপুর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে স্থানীয়রা। আহতরা হলেন আনন্দবাস গ্রামের আকাশ মিয়া(২৫), টুকু বিশ্বাস(৪০), অপু বিশ্বাস(৩৩), অন্তর মল্লিক (১৬), আব্দুল হালিম(৩২), আশরাফুল ইসলাম(৪৫), ফেরদৌস আলী মেনতা(৫৫), আয়াত আলী(৪৫), ফজলুল হক(৫৯), নাহিদুল ইসলাম(৩৫), পিয়াস মিয়া(২৫), আলী ইয়াসিন (৫০), আশিক(২৪), রানা হামিদ(২১), শফিকুল মিয়া(৩২), আজিজুল(৩২) ও শহিদুল ইসলাম(৩৭)। এ ঘটনায় নৌকার সমর্থক আলতাব হোসেন বাদি হয়ে মুজিবনগর থানায় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাসকে ১ নাম্বার আসামী করে মোট ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার ভিত্তিতে মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালের দিকে আনন্দবাস ও জয়পুর গ্রাম থেকে তিন জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে বলে জানান মুজিবনগর থানা পুলিশ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন