যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) মেহেরপুর জেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
নিজেস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) মেহেরপুর জেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।
মঙ্গলবার বিকাল ৩ঘটিকার সময় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মেহেরপুর জেলা ও বিকাল ৫ঘটিকার সময় মুজিবনগর উপজেলা শাখার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাযাত অনুষ্ঠিত হয়।
বিডিপি’র মেহেরপুর জেলা কার্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)র জেলা সভাপতি মোঃ আঃ রউফ, বিশেষ অতিথি- জেলা সেক্রেটারি মোঃ জাব্বারুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নুর রহমান, আলোচনা ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক আঃ রাজ্জাক।
অপরদিকে বিকাল ৫ঘটিকার সময় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) র মুজিবনগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কার্যালয়ে বিডিপি’র মুজিবনগর উপজেলা সভাপতি খাইরুল বাসারের সভাপতিত্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিডিপি’র জেলা সভাপতি আব্দুর রউফ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা সহকারী সেক্রেটারী আমির হোসেন, বিডিপির মুজিবনগর উপজেলা শাখার সহ-সভাপতি সেলিম হোসেন খান প্রমুখ।