
নিজস্ব সংবাদদাতা
১৬/০৩/২৩
মেহেরপুর সদর উপজেলা আমদাহ ইউনিয়ন পরিষদের নৌকার মাঝি রওশন আলী (টোকন ) ১২৩৭৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন -তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস মার্কা আনারুল ইসলাম ৬৯২৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন, জাতীয় পার্টির নাঙ্গল নজরুল ইসলাম ৭৫০ ভোট পেয়েছেন। আজ ১৬ই মার্চ সকাল ৮ টা থেকে বৈকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিবিহীন নির্বাচন গ্রহণ করেছেন। নির্বাচন অফিস থেকে জানিয়েছেন আমদাহ ইউনিয়নে ৯ টি ওয়ার্ড, মোট ভোটার হচ্ছে ২৫০৪০ জন । পুরুষ ভোটার ১২০৮০ জন – মহিলা ভোটার ১২০৬০জন। এই নির্বাচনে অংশগ্রহণ করছেন যারা তারা হলেন চেয়ারম্যান ১ জন বিপরীতে ২ জন চেয়ারম্যান পদপ্রার্থ, ৩ জন সংরক্ষিত মহিলা আসনের বিপরীতে ১৬ জন করেছেন, ৯ জন মেম্বার বিপরীতে ৪৩ জন মেম্বার পদপ্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন । মূল প্রতিদ্বন্দ্বে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে চেয়ারম্যান প্রার্থী , আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার রওশন আলী (টোকন) নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস মার্কা আনারুল ইসলাম পরাজিত হয়েছেন।