Home » মেহেরপুর সদর উপজেলা আমদাহ ইউনিয়ন পরিষদের নৌকার মাঝি রওশন আলী টোকন নির্বাচিত

মেহেরপুর সদর উপজেলা আমদাহ ইউনিয়ন পরিষদের নৌকার মাঝি রওশন আলী টোকন নির্বাচিত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
584 ভিউস

নিজস্ব সংবাদদাতা
১৬/০৩/২৩
মেহেরপুর সদর উপজেলা আমদাহ ইউনিয়ন পরিষদের নৌকার মাঝি রওশন আলী (টোকন ) ১২৩৭৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন -তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস মার্কা আনারুল ইসলাম ৬৯২৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন, জাতীয় পার্টির নাঙ্গল নজরুল ইসলাম ৭৫০ ভোট পেয়েছেন। আজ ১৬ই মার্চ সকাল ৮ টা থেকে বৈকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিবিহীন নির্বাচন গ্রহণ করেছেন। নির্বাচন অফিস থেকে জানিয়েছেন আমদাহ ইউনিয়নে ৯ টি ওয়ার্ড, মোট ভোটার হচ্ছে ২৫০৪০ জন । পুরুষ ভোটার ১২০৮০ জন – মহিলা ভোটার ১২০৬০জন। এই নির্বাচনে অংশগ্রহণ করছেন যারা তারা হলেন চেয়ারম্যান ১ জন বিপরীতে ২ জন চেয়ারম্যান পদপ্রার্থ, ৩ জন সংরক্ষিত মহিলা আসনের বিপরীতে ১৬ জন করেছেন, ৯ জন মেম্বার বিপরীতে ৪৩ জন মেম্বার পদপ্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন । মূল প্রতিদ্বন্দ্বে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে চেয়ারম্যান প্রার্থী , আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার রওশন আলী (টোকন) নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস মার্কা আনারুল ইসলাম পরাজিত হয়েছেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন