- মানবতার কথা বলে মানবাধিকার
- মেহেরপুর সদর থানা কমিটি গঠণের প্রস্তাবনায় আলোচনাসভা
নিজস্ব প্রতিবেদকঃ আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন মেহেরপুর থানা কমিটি গঠণের প্রস্তাবনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮জানুয়ারি-২৩) বিকাল ৪ঘটিকার সময় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, মেহেরপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত ও হেল্প ফাউন্ডেশন মেহেরপুরের সহযোগীতায় মেহেরপুর মল্লিক পাড়াস্থ হেল্প ফাউন্ডেশন ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর নিজস্ব অফিস কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, মেহেরপুর জেলা শাখার সহ-সভাপতি মুহিদুল ইসলামের সভাপতিত্ব- প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- মেহেরপুরেরই সন্তান মানবাধিকার কর্মী, কলামিস্ট, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কো-অর্ডিনেটর এম.এ মুহিত।
এক পর্যায়ে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন মেহেরপুর থানা কমিটি গঠণের প্রস্তাবনা করা হয়। থানা কমিটি প্রস্তাবনা মিটিং-এ উপস্থিত থেকে বক্তব্য রাখেন- দিলারা জাহান, যুগ্ম-সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র (আসক) মেহেরপুর জেলা শাখা ও নির্বাহী পরিচালক, হেল্প ফাউন্ডেশন, মেহেরপুর। রফিকুল ইসলাম পথিক; সভাপতি, গাংনী উপজেলা, আনোয়ার হোসেন; সাধারণ সম্পাদক, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, গাংনী থানা।
“মানবতার কথা বলে মানবাধিকার” মানবাধিকার কর্মী হওয়ার পূর্বে নিজের মানবিক চরিত্র গঠণ ও আচার-ব্যবহারে সকল সৃষ্টির প্রতি মানবিক হয়ে নিজেকে গড়ে তুলতে হবে। এরপর নিজেকে একটি প্লাটফর্মের ছায়াতলে দাঁড়ায়ে নিজেকে মানবাধিকার কর্মী হিসাবে কাজে লাগাতে হবে। এ ধারাবাহিকতায় এই ধরণের যুব সম্প্রদায়কে সাথে নিয়ে মেহেরপুর সদর থানা কমিটি গঠণ করতে চাই। আলোচনাসভায় বক্তারা এক পর্যায়ে এ ধরণের কথা বলেন।
আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার আরো উপস্থিত ছিলেন- আরিফ হোসেন; অর্থ সম্পাদক, আক্কাস আলী; দপ্তর সম্পাদক, মাজিদ আল মামুন; সহ-সাংগঠনিক সম্পাদক। খন্দকার মুইজ, গোলাম মোর্তজা, সফিকুর রহমান, আতিক হাসান, সহিদ মিয়া, মোতালেব হোসেন, বুলবুল আহমেদ, শরিফুল ইসলাম পলাশ, এম. সোহেল রানা, সেলিম রেজা, তুহিন, সাহান, সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।