Home » মানবতার কথা বলে মানবাধিকার

মানবতার কথা বলে মানবাধিকার

কর্তৃক Md. Sohel Rana
710 ভিউস
  • মানবতার কথা বলে মানবাধিকার
  • মেহেরপুর সদর থানা কমিটি গঠণের প্রস্তাবনায় আলোচনাসভা 

নিজস্ব প্রতিবেদকঃ আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন মেহেরপুর থানা কমিটি গঠণের প্রস্তাবনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮জানুয়ারি-২৩) বিকাল ৪ঘটিকার সময় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, মেহেরপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত ও হেল্প ফাউন্ডেশন মেহেরপুরের সহযোগীতায় মেহেরপুর মল্লিক পাড়াস্থ হেল্প ফাউন্ডেশন ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর নিজস্ব অফিস কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, মেহেরপুর জেলা শাখার সহ-সভাপতি মুহিদুল ইসলামের সভাপতিত্ব- প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- মেহেরপুরেরই সন্তান মানবাধিকার কর্মী, কলামিস্ট, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কো-অর্ডিনেটর এম.এ মুহিত।

এক পর্যায়ে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন মেহেরপুর থানা কমিটি গঠণের প্রস্তাবনা করা হয়। থানা কমিটি প্রস্তাবনা মিটিং-এ উপস্থিত থেকে বক্তব্য রাখেন- দিলারা জাহান, যুগ্ম-সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র (আসক) মেহেরপুর জেলা শাখা ও নির্বাহী পরিচালক, হেল্প ফাউন্ডেশন, মেহেরপুর। রফিকুল ইসলাম পথিক; সভাপতি, গাংনী উপজেলা, আনোয়ার হোসেন; সাধারণ সম্পাদক, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, গাংনী থানা।

“মানবতার কথা বলে মানবাধিকার” মানবাধিকার কর্মী হওয়ার পূর্বে নিজের মানবিক চরিত্র গঠণ ও আচার-ব্যবহারে সকল সৃষ্টির প্রতি মানবিক হয়ে নিজেকে গড়ে তুলতে হবে। এরপর নিজেকে একটি প্লাটফর্মের ছায়াতলে দাঁড়ায়ে নিজেকে মানবাধিকার কর্মী হিসাবে কাজে লাগাতে হবে। এ ধারাবাহিকতায় এই ধরণের যুব সম্প্রদায়কে সাথে নিয়ে মেহেরপুর সদর থানা কমিটি গঠণ করতে চাই। আলোচনাসভায় বক্তারা এক পর্যায়ে এ ধরণের কথা বলেন।

আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার আরো উপস্থিত ছিলেন- আরিফ হোসেন; অর্থ সম্পাদক, আক্কাস আলী; দপ্তর সম্পাদক, মাজিদ আল মামুন; সহ-সাংগঠনিক সম্পাদক। খন্দকার মুইজ, গোলাম মোর্তজা, সফিকুর রহমান, আতিক হাসান, সহিদ মিয়া, মোতালেব হোসেন, বুলবুল আহমেদ, শরিফুল ইসলাম পলাশ, এম. সোহেল রানা, সেলিম রেজা, তুহিন, সাহান, সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন