তাহিরপুর বিজিবি’র অভিযানে একটি বাংলাদেশী তক্ষক আটক
-শফিকুল ইসলাম স্বাধীন; সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুরে আনুমানিক দেড় কোটি টাকা মূল্যের একটি তক্ষক আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি)।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) সূত্রে জানাযায়, বুধবার (৩০ নভেম্বর-২২) সকাল ৭টার দিকে উপজেলার লাউরগড় বিওপির সুবেদার সিগ: মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় থেকে (১টি) বাংলাদেশী তক্ষক আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য দেড় কোটি টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো. মাহবুবুর রহমান ঘটনার সুনিশ্চিত করে বলেন, আটককৃত তক্ষকটি তাহিরপুর বনবিট কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।