Home » আজ ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলীদের শুভ বড়দিন

আজ ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলীদের শুভ বড়দিন

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
1203 ভিউস

মেহেরপুর মুজিবনগর প্রতিনিধি ঃ
২৫/১২/২৩
আজ ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলীদের শুভ বড়দিন ” সারা দেশে নেই মেহেরপুর জেলাতে পালিত হচ্ছে দিবসটি । মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা বল্লভপুর গির্জার চালসের খ্রিস্টান ধর্মের পাদ্রী সাংবাদিকদের জানিয়েছেন, প্রভুর কাছে চাওয়া প্রত্যেকটা মানুষ একে অপরের সহযোগিতা করবে, হিংসাাবিদ্বেষ থাকবে না, ভালবাসার মধ্যে দিয়ে পৃথিবী জয় করবে মানুষ। এই বছরেই এটাই হলো চাওয়া । আজ থেকে বল্লভপুর ৭ দিনকার মেলা ঘোষণা করেছে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন