
মেহেরপুর মুজিবনগর প্রতিনিধি ঃ
২৫/১২/২৩
আজ ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলীদের শুভ বড়দিন ” সারা দেশে নেই মেহেরপুর জেলাতে পালিত হচ্ছে দিবসটি । মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা বল্লভপুর গির্জার চালসের খ্রিস্টান ধর্মের পাদ্রী সাংবাদিকদের জানিয়েছেন, প্রভুর কাছে চাওয়া প্রত্যেকটা মানুষ একে অপরের সহযোগিতা করবে, হিংসাাবিদ্বেষ থাকবে না, ভালবাসার মধ্যে দিয়ে পৃথিবী জয় করবে মানুষ। এই বছরেই এটাই হলো চাওয়া । আজ থেকে বল্লভপুর ৭ দিনকার মেলা ঘোষণা করেছে।