Home » মেহেরপুর মুজিবনগরে আগ্নেয় অস্ত্রসহ যুবলীগ নেতা মিঠু গ্রেফতার

মেহেরপুর মুজিবনগরে আগ্নেয় অস্ত্রসহ যুবলীগ নেতা মিঠু গ্রেফতার

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
34 ভিউস

মেহেরপুর সংবাদদাতা
২০/১২/২৫
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মেজর এম এ এন র‌ওশনের নেতৃত্বে দিবাগত রাতে অভিযান চালিয়ে রেজাউল করিম অরফে ইজারুলের ছেলে আরিফুল হক( মিঠু) (৪১) কে নিজ বসতবাড়ি থেকে অস্ত্র সহ আটক করে। আরিফুল হক মিঠু মহাজন ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। যুবলীগ নেতা মিঠুর নিকট হতে ১ টি পিস্তল(Made in USA), ২টি লাইভ এ্যামোনেশান, ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামাল ও আটককৃত আসামীকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। মুজিবনগর থানা সুত্রে জানা যায় আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে জেলহাজতে প্রেরনের কাজ চলছে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন