Home » মাসুদ অরুনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান,,

মাসুদ অরুনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান,,

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
130 ভিউস

ভ্রাম্যমাণ প্রতিনিধ: ইউনুস আলী
২৬/০৮/২৫
মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের বিএনপির নেতা মস্ত শেখ এর মৃত্যুতে সকাহত পরিবারের মাঝে জনাব মাসুদ অরুন পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব সামসুল আলম,, উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নস্কর আলী,বলিয়ার পুরের সাবেক মেম্বার মহিউদ্দিন মন্ডল, বিএনপির নেতা কালাম
পিরোজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিয়ারুল ইসলাম,পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজিদুর রহমান সবুজ ,আরো উপস্থিত ছিলেন ইস্থানিয় নেতা কর্মী। শামসুল আলম বলেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে বিগত স্বৈরাচার সরকারের অত্যাচার জুলুম নির্যাতনের শিকার নেতাকর্মীদের পাশে দাঁড়াবে বিএনপি।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন