Home » পরাজিত ফ্যাসিবাদী মাফিয়াতান্ত্রিক শক্তি যেন আর মাথাচাড়া দিতে না পারে- – মনির হায়দার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি

পরাজিত ফ্যাসিবাদী মাফিয়াতান্ত্রিক শক্তি যেন আর মাথাচাড়া দিতে না পারে- – মনির হায়দার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
63 ভিউস

মুজিবনগর সংবাদদাতা
(১৯/০৭/২৫):
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার বলেছেন, পরাজিত ফ্যাসিবাদী মাফিয়াতান্ত্রিক শক্তি যেন আর মাথাচাড়া দিতে না পারে সেদিকে সবার নজর রাখতে হবে। আমাদের জীবনকে এই পরাজিত মাফিয়াদের পদতলে যেন আর সমপর্ণ করতে না হয় সেলক্ষ্যে সবাইকে কাজ করার আহবান জানান তিনি।
আজ শনিবার দুপুরের মেহেরপুরের গাংনী উপজেলা সভা কক্ষে আয়োজিত সুধীজনদের সাথে এক মতিবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
বক্তৃতায় তিনি আরও বলেন, নিশ্চিত বুলেটের সামেনে বুক পেতে দিয়ে যারা আমাদেরকে মুক্ত করেছে সেইসব মোজাহিদদের চেহারা মনে রাখা উচিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। গাংনী উপজেলার উন্নয়নে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারির কাছে সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতামত তুলে ধরেন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন