Home » মেহেরপুর বারাদী – চুয়াডাঙ্গা সড়কে ছাগল বোঝাই আলম সাদু নিয়ন্ত্রণে হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে ১ জন নিহত আহত ৪

মেহেরপুর বারাদী – চুয়াডাঙ্গা সড়কে ছাগল বোঝাই আলম সাদু নিয়ন্ত্রণে হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে ১ জন নিহত আহত ৪

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
175 ভিউস

ভ্রাম্যমান প্রতিনিধি
০৪/০৬/২৫

মেহেরপুর বাড়াদী- চুয়াডাঙ্গা সড়কে দরবেশপুরের মাস্টার বাড়ির সামনে ছাগল বোঝাই আলমসাদু নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছিটকে পড়ে ছাগল বেপারী ১ জন নিহত আহত ৪ সড়কের আশেপাশে সাধারণ মানুষের সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মেহেরপুর ফায়ার বিগ্রেডকে খবর দিলে তারা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করেন মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এলাকা সূত্রে জানা যায় নিহতের বাড়ি আলমডাঙ্গা শ্রীরামপুর ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন