Home » বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখা উদ্যোগে সাবেক ছাত্রশিবিরের কর্মী, সাথী, ও সদস্যদের নিয়ে মিলনো ৎসব

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখা উদ্যোগে সাবেক ছাত্রশিবিরের কর্মী, সাথী, ও সদস্যদের নিয়ে মিলনো ৎসব

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
229 ভিউস

নিজস্ব সংবাদদাতা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখা উদ্যোগে সাবেক ছাত্রশিবিরের কর্মী, সাথী, ও সদস্যদের নিয়ে মিলনো ৎসব ঈদুল আযহার তৃতীয় দিন সকাল ৯ টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। অনলাইনে রেলস্টেশনের করার শেষ দিন এই মাসের ৩০ শে মে ২০২৫ সনের মধ্যে।

রেস্ট্রেসন ফি, ৫০০ টাকা।
বিকাশ ও নগদ নাম্বার
০১৩২৬৪৫৩৯৬৪

সার্বিক যোগাযোগ
মোঃ আব্দুস সালাম
সেক্রেটারি,
ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখা।
০১৩০৮০৬০৭২৩

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন