Home » ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ, মোবারক, অনলাইন পোর্টাল মেহেরপুর চিত্রর পরিবারের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ, মোবারক, অনলাইন পোর্টাল মেহেরপুর চিত্রর পরিবারের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
32 ভিউস

আলহামদুলিল্লাহ,
দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর আজ ঈদে নামাজ শেষ হয়েছে। মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ও দোয়া চেয়ে দেশ এবং প্রবাসী ভাইদের কল্যাণের জন্য ও মেহেরপু চিত্র পরিবারের পক্ষে সাংবাদিক,সুশীল সমাজ, সামাজিক সংগঠন, প্রবাসী ভাইদের, ধর্ম প্রাণ মুসলমানদের,দেশ এবং দেশের বাইরে সকলকেন জানায়া অনাবিল ঈদুল ফিতরের শুভেচ্ছা।

মেহেরপুর চিত্র পরিবার,
প্রকাশক ও সম্পাদক
মেহেরপুর

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন