
মেহেরপুর সংবাদদাতা
২৯/০৩/২৫
মেহেরপুরের মানবিক সেবায় নিয়োজিত ব্লাড ফাইটার কর্তৃক আয়োজিত ছোট ছোট শিশুদের নিয়ে হাসিখুশি কর্মসূচি ও এতিম বাচ্চাদের ঈদ ঈদ উপহার প্রদান। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন : মানবিক সেবায় নিয়োজিত ব্লাড ফাইটার্স এর পরিচালক: সোহাগ আলী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক সেবায় নিয়োজিত ব্লাড ফাইটার্স মুজিবনগর উপজেলার সভাপতি: সজীব আহমেদ, এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবৃন্দু। ২০ জনের অধিক এতিম অসহায় বাচ্চাদের ঈদ উপহার প্রদান করেন । এবং ১৫০+ শিশুদের হাতে মেহেদি রাঙানো হয়।
সাথে সকলের সার্বিক সহযোগিতায় আশা রাখি মানবিক সেবায় নিয়োজিত ব্লাড ফাইটার এগিয়ে যাবে । পরিচালক: সোহাগ আলী, বক্তব্যই বলেন
আপনাদের সহযোগিতায় বৃহত্তর নান্দনিক আয়োজন উপহার দিবে এই সংস্থা ইনশাআল্লাহ।
বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে যেকোনো জেলা থেকে এই সংগঠনে যুক্ত হতে পারবেন। আমাদের কাজ ইনশাল্লাহ সারা বাংলাদেশেই চলমান থাকবে।