Home » গাংনীর সমাবেশে দুই টাকার কাগজে কালো কালি দিয়ে কমিটি করে এনেছেন তাবিজ করে গলায় ঝুলিয়ে রাখার, বলেন সাবেক এমপি মাসুদুরুন

গাংনীর সমাবেশে দুই টাকার কাগজে কালো কালি দিয়ে কমিটি করে এনেছেন তাবিজ করে গলায় ঝুলিয়ে রাখার, বলেন সাবেক এমপি মাসুদুরুন

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
12 ভিউস

গাংনী উপজেলা প্রতিনিধি সাইফুল,
২২/০১/২৫

গাংনীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা ও দোয়া মাহাফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন ,সাবেক সংসদ সদস্য জনাব মোঃ মাসুদ অরুন তিনি গাংনীর সমাবেশে বলেন দুই টাকার কাগজে কালো কালি দিয়ে কমিটি করে এনেছেন তাবিজ করে গলায় ঝুলিয়ে রাখার। আহবায়ক কমিটিকে উদ্দেশ্য করে বলেন ঘরে বসে কমিটি করবেন জনগণ তাহতে দেবে না। মেহেরপুর গাংনী ২ আসনের সাবেক সংসদ সদস্য সংসদ সদস্য
মোঃ আমজাদ হোসেন বলেন যে কমিটি করা হয়েছে সেটা জনগণের কমিটি নয় এই কমিটি গাংনী জনগণ মেনে নেবে না। গাংনী সাহার বাটি সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র নেতা
জনাব আসাদুল জামান বাবলু সহ এই সমাবেশে
বক্তব্য রাখেন। অতিথির বক্তব্যই আরো বলেন
আমরা শুক্রবারের কমিটি মানি না। শুধুমাত্র সাদা কাগজে কালো কালিতে কমিটি গঠন করলেই জনগন মেনে নেবে না। তাই যারা নতুন কমিটিতে সভাপতি হয়েছেন তারা ভাবছেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছেন কিন্তু না। তিনি ঘোষণা করেন
মাসুদ অরুন গামী ১ ফ্রেব্রুয়ারে গাংনীতে বিশাল প্রতিবাদী সমাবেশের ডাক দিয়েছেন । এই সমাবেশ থেকে তাদের নিজের দলের বিরুদ্ধে অর্থাৎ চাদাবাজীর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। আলোচনা শেষ গাংনী প্রধান প্রধান স্মারক পদক্ষেণ করে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন