Home » মেহেরপুর সদর উপজেলা আমঝুপি বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

মেহেরপুর সদর উপজেলা আমঝুপি বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
46 ভিউস

নিজস্ব সংবাদদাতা
২১/০১/২৫
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রাত সাড়ে ৮ টার সময় আমঝুপি বিএনপি’র কার্যালয়ে কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতিপ ও আমঝুপি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক( লিটন), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক ফয়েজ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমুল হক( মিন্টু), লাভলু সহ-সভাপতি স্বেচ্ছাসেবক দল, সানি সহ-সভাপতি জেলা ছাত্রদল, এবং বিভিন্ন গ্রাম থেকে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন বিগত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে তাদেরকেই বিএনপি গঠনের অংশীদারিত্ব বা কমিটিতে রাখা হবে। কোন চাঁদাবাজ, দখলদার ও স্বৈরাচার সরকারের সাথে আপস মীমাংসায় করে প্রোগ্রাম চালিয়ে গেছে তাদেরকে এই কমিটি রাখা হবে না বলে দাবি করেছে বিএমপি নেতাকর্মীরা। ত্যাগী নেতাকর্মীদের কথা রাখাটাই এই কমিটির উন্নতম অগ্রধিকার।দেশ নায়ক তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গ্রাম গঞ্জে আমরা কাজ করে যাচ্ছি।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন