Home » মুজিবনগর উপজেলা জামায়াতের মিছিল সমাবেশ অনুষ্ঠিত।

মুজিবনগর উপজেলা জামায়াতের মিছিল সমাবেশ অনুষ্ঠিত।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
21 ভিউস

মুজিবনগর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী মুজিবনগর উপজেলা শাখার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বিকাল ৪ ঘটিকার সময় কেদারগঞ্জ এমবিআর মার্কেট হতে কেদারগঞ্জ চার রাস্তার মোড় ও বল্লভপুর রোড হয়ে কেদারগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চার রাস্তার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা আমির মাওলানা খান জাহান আলীর সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন মুজিবনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব খাইরুল বাসার, প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সম্মানিত আমির ও মেহেরপুর-১ আসনের জামাত মনোনীত প্রার্থী জনাব মাওলানা তাজউদ্দিন খান, বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন জেলা জামাতের বাইতুলমাল সেক্রেটারি জনাব আলহাজ্ব জারজিস হুসেইন, মেহেরপুর পৌর জামাতের আমির সোহেল রানা ডলার, মেহেরপুর সদর জামাতের আমির মাওলানা সোহেল রানা, আরো বক্তব্য রাখেন আরো বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা জামায়াতের নায়েবে আমির জনাব মাওলানা ফিরাতুল ইসলাম নাঈম, সমাবেশে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা জামাতের সহকারি সেক্রেটারি জনাব মোস্তাফিজুর রহমান, মুজিবনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ফজলুল হক গাজী, উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি জনাব মোশারফ হোসেন, উপজেলা বাইতুলমাল সেক্রেটারি জনাব আমির হোসেন, উপজেলা সমাজ কল্যাণ সেক্রেটারি জনাব আমিনুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন জামাতের আমির জনাব আব্দুল হালিম, মনাখালী ইউনিয়ন আমির জনাব মোখলেসুর রহমান, বাগওয়ান ইউনিয়ন আমির মাওলানা ফারুক হোসেন, মহাজনপুর ইউনিয়ন আমির জনাব আব্দুল হামিদ প্রমূখ। জেলা জামায়াতের আমীর সমাবেশে বলেন স্বৈরাচার সরকারের শাসন আমলে জামায়াতের নেতাকর্মীদের নামে গায়েবী মামলা দিয়ে জেলে পাঠিয়েছে এই স্বৈরাচার সরকারের হাত থেকে আমার মায়েরা ও বোনেরা রক্ষা পায়নি৷ স্বৈরাচার সরকার শিক্ষা অঙ্গনকে ধ্বংস করেছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন থেকে শুরু করে বিসিএস বিক্রয় করা হয়েছে, মেডিকেলের প্রশ্ন বিক্রয় করা হয়েছে, ছাত্রলীগ, যুবলীগ, কোটি কোটি টাকা ইনকাম করেছে। আমার দেশের সেনাবাহিনীকে ধ্বংস করেছেন, বিডিআর বিদ্রোহ নামে নাটক সাজিয়েছেন, অসংখ্য বিডিআরকে জেল খাটিয়েছেন, ৪৭০জন বিডিআর কে হত্যা করেছেন। জুলাইয়ের বিপ্লবের ছাত্র জনতার আন্দোলনের ভাই শহীদ হয়েছে পরের দিন ছোট ভাই রাস্তায় নেমেছে, বন্ধু শহীদ হয়েছে আর একটা বন্ধু এসে শহীদের জন্য বুক পেতে দিয়েছে,
শহীদের রক্তের দাগ এখন শুকায়নি দেড় থেকে ২হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে। তাদের একটাই কামনা বাংলাদেশ ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করা। তাদের তাজা বুকের রক্ত জমিনে দিয়েছেন এই কারণে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। বাংলাদেশ জামায়াতে ইসলামী চাই এদেশে নেই ইনছাব ভাইপ্রতিষ্ঠিত হোক। বাংলাদেশের ৮০% যুবক চাই ইসলামভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। আগামীতে বাংলাদেশ শাসন হাবে কোরআন এবং হাদিসের আলোকে। বক্তব্য আরও বলেন আগামীতে যে জোয়ার আসছে সে জোয়ার ঠেকানোর ক্ষমতা কারো নাই জোয়ার ইসলামের জোয়ার।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন